বাংলাদেশে সাধারণত বর্ষা মৌসুমে আবাদ করা হয় আমন ধান। এবার কিছুটা আগামই দেশে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা শুরু করেছেন আমন ধানের আবাদ। পরিমাণমতো বৃষ্টিপাত হলে এবার সেচ খরচ সাশ্রয় হবে বলে প্রত্যাশা করছেন কৃষকরা।
চাঁপাইনবাবগঞ্জের আবাদি জমিগুলোতে সরেজমিনে দেখা যায়, আমন চাষে এখন মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমিতে আমনের চারা রোপণ করছেন, কেউ চাষ দিয়ে জমি প্রস্তুত করছেন তো কেউ জমির আইল ঠিক করতে ব্যস্ত।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঠ এলাকায় ইউএনবির প্রতিনিধির সঙ্গে কথা বলেন কৃষক শাহলাল আলী। তিনি ১২ বিঘা জমিতে আমন ধান আবাদ করছেন। আরও ৬ বিঘা জমিতে আবাদ করবেন বলে জানান।
শাহলাল আলী বলেন, ‘এবার কিছুটা আগাম বর্ষা শুরু হয়েছে। যেভাবে বৃষ্টি হচ্ছে এটা আবাদের জন্য ভালো হয়েছে। জমি প্রস্তুতে যে সেচ খরচ হয় সেটা লাগেনি চাষিদের। এভাবে যদি থেমে থেমে বৃষ্টি হতে থাকে তাহলে সেচ খরচটা কমে যাবে।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বেগুনে রঙের ধান চাষে সাড়া ফেলেন কৃষক রবিউল
এলাকার চাষি আকবর আলী বলেন, ‘আমন ধান বর্ষাকালেই লাগাতে হয়। সে কারণে বাপ-দাদার আমল থেকে দেখে আসছি আকাশের পানির উপর নির্ভর করেই এ ধান লাগিয়েছেন তারা।’
তিনি জানান, বৃষ্টি না হলে গভীর নলকূপের পানি সেচ দিতে হয়। তবে এবার সময়মতো বৃষ্টি হওয়ায় কৃষকরা সবাই আবাদ শুরু করেছেন। তিনিও ৮ বিঘা জমিতে আমন চাষ করেছেন। আরও ২ বিঘা জমি আবাদ করবেন তিনি।